প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০১:১৭:২১ || পরিবর্তিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০১:১৭:২১
প্রজন্ম ডেস্ক:
নাটোরের ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে এক বিধবা নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর নাম ফুল কুমারী গোমেজ(৪৫)।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী।
অভিযুক্তরা হলেন - উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন (২৩) সরাবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)।
তাদের মধ্যে নিসান হাসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, নয়ন সিনিয়র সহ-সভাপতি, কামরুল সাংগঠনিক সম্পাদক ও হৃদয় ছাত্রদল কর্মী।
জানা যায়, একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করায় ওই বিধবা নারী একাই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাতে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলতে না চাইলে ঘরে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। পরে দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে সোনার মালা নিয়ে চলে যান।
ফুল কুমারী গোমেজ বলেন, আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেনি। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই।
অভিযুক্ত নিসান হাসান বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করেন। আমরা মদ বিক্রিতে বাধা দেওয়ায় তিনি এ ধরনের অভিযোগ করতে পারেন।
নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ছাত্রদল নেতা নিসান ঈশ্বরদীর একটি হত্যা মামলার আসামি। তবে তিনি এখন জামিনে আছেন। তার বাবা গোলজার হোসেন ধর্ষণ চেষ্টা মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছেন।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি
বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী